রংপুর নগরীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি বড় এক্সেভেটর ও একটি ট্রলি জব্দ করেছে।মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। রংপুর সিটি করপোরেশন এর যান্ত্রিক সহায়তায় সেই মেসিন গুলো রংপুর সিটি কর্পোরেশনে নিয়ে আসা হয়। বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে উপস্থিত পাওয়ায়নি বলে গতকাল রাতে এক প্রেস বার্তায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়।
প্রেস বার্তায় আরো জানানো হয় রংপুর সিটি কর্পোরেশনাধীন ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া ও পানপাড়া সংযোগ সেতুর তলদেশ খেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে জেলাপ্রশাসন রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ও জনাব মো: ফিরোজুল ইসলাম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রংপুর সিটি কর্পোরেশন, রংপুরের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় শারফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, রংপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন। ওই স্থানে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে উপস্থিত না পাওয়ায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি বড় এক্সেভেটর ও একটি ট্রলি জব্দ করে। সিটি করপোরেশন এর যান্ত্রিক সহায়তায়, সেগুলো রংপুর সিটি কর্পোরেশনে নিয়ে আসা হয়। জব্দকৃত সরঞ্জামাদি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।