জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরের পানিতে ডুবে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২১ মে) দুপুর ২টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্ৰামে নানার বাড়ীতে বেড়াতে এসে পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় আব্দুল্লাহ (১২) নামে এক শিশু। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বরামাতাই গ্রামের সালাউদ্দিন মাসুমের ছেলে। ক্ষেতলাল থানা ওসি নীরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।