জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫পুলিশসহ ৬জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক। এ সময় ৩জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪মে) দিবাগত গভীর রাতে শেরপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাঝপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ থানার একদল পুলিশ দায়িত্ব পালন শেষে সোমবার দিবাগত রাতে সিএনজি যোগে বকশীগঞ্জ থানায় ফিরছিলেন। ফেরার পথে মাঝপাড়া পলিন মিয়ার বাড়ী সামনে সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে গুরুতর আহত হন বকশীগঞ্জ থানা পুলিশের এ এস আই মাহফুজ, এ এস আই ফারুক, এ এস আই সুমন, এ এস আই মান্নান, এ এস আই আসাদ ও সিএনজি চালক আলম মিয়া। আহত ৩ পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাক চালক আটক সাদিকুল ও সিএনজি চালক আলম জানান, ঘটনাস্থলে ইট-বালিসহ নানা নির্মাণ সামগ্রী রাখার ফলে গাড়ী অতিক্রমের বিঘœ ঘটে। ফলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় মহাসড়কে ইট-বালিসহ নানা নির্মাণ সামগ্রী রাখার কারণে বাড়ির মালিক মাঝপাড়া গ্রামের আবদুল বাতেনের ছেলে পলিন মিয়া, ট্রাক চালক সাদিকুল ইসলাম ও ট্রাকের হেলপার ইমরান মিয়াকে আটক করেছে পুলিশ। চালক ও হেলপার রাজশাহীর নওদাপাড়া এলাকার বাসিন্দা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদস্ত) আবদুর রহিম জানান, গুরুতর আহত ৫পুলিশ সদস্যকে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ৩জনের অবস্থা আশংকাজনক।