ঝিনাইদহ কালীগঞ্জ নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর। বাজেটে উন্নয়ন খাতে আয়ের পরিমান ধরা হয়েছে ৬১ লাখ ২০ হাজার টাকা এবং ইউপির নিজস্ব খাতে আয়ের পরিমান ধরা হয়েছে ৭ লাখ ১৮ হাজার টাকা। মোট ৮৮ লাখ ৪৪ হাজার ৯শ ৬০ টাকা।
পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্করের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব কুবাদ আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এনায়েত কবির, প্যানেল চেয়ারম্যান আজিজ, মহিলা প্যানেল চেয়ারম্যান পুস্প রানীসহ সকল ইউপি সদস্যগণ।