ইসলামী বক্তা মুফতি আমীর হামজাকে সাদা পোষাকে প্রশাসনের পরিচয়ে কয়েকজন তার কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
সোমবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার সময় সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের দাবিড়াভিটা গ্রামের বাড়ী থেকে তাকে তুলে নেওয়া হয়।
তবে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটকের কথা অস্বীকার করেছেন।
মুফতি আমির হামজার স্ত্রী তামান্না সুলতানা জানায়, বিকাল ৫টার দিকে ৬-৭ জন সাদা পায়জামা পাঞ্জাবী পরা ব্যক্তি বড়িতে প্রবেশ করে। কোন কিছু বলার আগেই তারা আমির হামজাকে হ্যান্ডক্যাপ পরিয়ে কালো একটি হাইচ গাড়ীতে তোলেন। পরে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা দ্রুত গাড়ী নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
তামান্না সুলতানা জানান, তাদের কাছে রাইফেল সহ অস্ত্রও ছিল।
তিনি বলেন, তার স্ব^ামী কোন অপরাধী নন। ওয়াজ মাফিলের মাধ্যমে মানুষকে কোরআন হাদিসের পথে আহ্বান করেন। তিনি তাকে উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে কুষ্টিয়া জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব আমীর হামজাকে আটকের কথা অস্বীকার করেছে।
আমির হামজার দাদা জান মহাম্মদ জানান, তার নাতি সোমবার দুপুরের গ্রামের বাড়িতে আসেন। মুফতি আমির হামজা বাংলাদেশ জাতীয় মুফাস্সীর পরিষদের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আকিজ গ্রুপের ঢাকার মসজিদের খতিবের দায়িত্বও পালন করছেন।
উল্লেখ্য, ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও দেশজুড়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে খুঁজছে পুলিশÑ এমন খবর কয়েকদিন আগে জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ হয়।
কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজকারী মুফতি আমির হামজা দ্রুত জনপ্রিয়তা পাওয়া ইসলামি বক্তাদের মধ্যে অন্যতম। ১৯৯১ সালে কুষ্টিয়া জেলায় তার জন্ম। কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আল-কোরআনের ওপর অনার্স ও মাস্টার্স করেছেন তিনি। গত বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর মুফতি আমির হামজা এক ওয়াজ মাহফিলে বলেন, মুসলমানদের করোনা হবে না। যদি মুসলমানদের করোনা হয় তাহলে কোরআন শরীফ মিথ্যা। মুসলমানদের করোনা হলে যেন তার কাছ থেকে বুঝে নেওয়া হয়। সে সময় তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।