রংপুরের পীরগাছায় কর্মরত সংবাদকর্মীদের মাঝে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি’র ঈদ উপহার প্রদান করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পীরগাছা প্রেসক্লাব কার্যালয়ে এসব ঈদ উপহার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত বুধবার দিনভর গোটা উপজেলা ঘুরে ঘূরে অসহায় মানুষ, ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
গতকাল রোববার সন্ধ্যায় পীরগাছায় কর্মরত সংবাদকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর ইকবাল, তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিদ সরদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু তারেক পাভেল, উপজেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক শাহ কামাল ফারুখ লাবু, সদস্য সচিব তাজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, তোজাম্মেল হক মুন্সিসহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীবৃন্দ।