রংপুর প্রেসক্লাবের সভাপতি ও ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ’র বাবা মরহুম আবদুর রশীদ বাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার। সোমবার (২৪ মে) নগরীর জুম্মাপাড়া সদর জামে মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে রংপুরে কর্মরত সকল সাংবাদিকসহ মরহুমের শুভাকাঙ্খী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে বড়ছেলে ইসমাইল হোসেন প্রিন্স।
উল্লখ্য, সাংবাদিক রশীদ বাবু গত শনিবার (২২ মে) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। রংপুর প্রেসক্লাবে কয়েক বার সাধারণ সম্পাদক ও সভাপতি পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও জুম্মাপাড়া করীমিয়া নুরুল উলুম মাদ্রাসার কোষাধ্যক্ষ, নাট্যসংগঠন শিখা সংসদ ও রোটারী ক্লাবের সদস্য ছিলেন।
রশীদ বাবু ১৯৫৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার বাদ আসর করীমিয়া নুরুল উলুম মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।