রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের পানির হাউজ থেকে মাহমুদা আকতার সুমাইয়া নামে আড়াই বছরের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাহমুদা আকতার সুমাইয়া ওই গ্রামের মামুন মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শিশু সুমাইয়ার বাবা মামুন ও মা ছালমা বেগম তাকে নানার বাড়িতে রেখে ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করে। সুমাইয়াকে নানা-নানী তাকে দেখাশুনা করে আসছিলেন। শনিবার সকালে ১১টার দিকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশের মতিয়ার রহমানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।