গলাচিপায় সড়ক দুর্ঘটনায় আহত হাজেরা বিবি (৫৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল চারটার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের গলাচিপা-বোয়ালিয়া জেলা বোর্ডেরশনিবার দুপুরে রাস্তা পারাপারের সময় হাজেরা বিবি (৫৫) নামের এক বৃদ্ধাকে মোটরসাইকেল চাপা দেয় উপজেলার পক্ষিয়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) নিহার রঞ্জন মল্ডল। মারাৎ¥ক আহত অবস্থায় হাজেরা বিবিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল চারটার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাজেরা বিবির মৃত্যু হয়।
গলাচিপা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, দুর্ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।