নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে শুক্রবার রাত ৮টারদিকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন মিয়ার বসতঘরে হামলা ভাংচুর, লুটপাট ও নারীদেও শ্লীলতাহানী করেছে স্থানীয় সন্ত্রাসী দুলাল চোরের নেতৃত্বে ১৫-২০ জনের এদকল সন্ত্রাসী।
এ সময় তারা বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের বসতঘর লক্ষ করে বেশ কয়েক টি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এ সময় তারা বসতঘরে হামলা চালিয়ে ও এলোপাথাড়ী কুপিয়ে ব্যাপক লুটপাট চালিয়ে নগদ ১৫ হাজার টাকা ও স্বণালংকা লুট করে নিয়ে যায এবং নারীদের শ্লীলতালানী করে। এ সময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাংছুর,লুটপাট ও নারীদের শ্লীলতাহানীর প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে শনিবার (২২ মে ) বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এব্যাপারে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা জানান, ঘটনার খবর পাওযার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দন করেছেন। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।