ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম এর জরুরি সভা শনিবার (২২ মে) সকাল ১০টায় দলীয় মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এর গেন্ডারিয়াস্থ বাসায় অনুষ্ঠিত হয়।
প্রেসিডিয়ামের জরুরী সভায় গৃহীত এক সিদ্ধান্তে গ্রেফতারকৃত দলীয় চেয়ারম্যান, সাবেক এমপি এম, এ আউয়ালের অনুপস্থিতিতে আগামী তিন মাস দলের সকল সাংগঠনিক দায়িত্ব পালন করার জন্য দলের মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান কে অনুরোধ করা হয় এবং তিন মাস পর ইসলামি গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী প্রেসিডিয়াম সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, মোঃ ওমর ফারুক, জগদীশ কর্মকার, মামুন পারভেজ, মাওলানা আনিসুর রহমান শেখ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, বেগম সুফিয়া রশিদ, শারমিন আফাজ ও নাজমা ইসলাম প্রমূখ।