পৈত্রিক বসতবাড়ি জবর দখলের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ভূমি দস্যুদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুর সদর উপজেলার পারপাড়া এলাকাবাসী।
শনিবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের বিননন্দেরপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামালপুর-টাংঙ্গাইল মহা-সড়কের পাশে পারপাড়া গ্রামে চাঁন মিয়ার পৈত্রিকসূত্রে পাওয়া ৩২ শতাংশ জমি রয়েছে। চাঁন মিয়া ও তার চার পুত্র প্রায় ৫০ বছর ধওে ওই জমিতে বাস করছেন। সিএস, আরওআর ও বিআরএস সবকিছু চাঁন মিয়ার নামে। হাল সন পর্যন্ত দাখিলাও কাটা আছে।সম্প্রতি চান মিয়া মারা গেছেন। মহাসড়কের পাশে দরিদ্র মানুষের এই জমির উপর নজর পরে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু মোঃ হাবিবুল্লাহ ও এবাদতের। দরিদ্র পরিবারের জমি জবর দখল করতে না পেরে ভূমিদস্যুরা নিরিহ এসব মানুষের বিরুদ্ধে সদর থানায় ৪টি ও আদালতে ৯টি মামলা দায়ের করেছে। বসতবাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের মারধর করেছে একাধিকবার। ভূমিদস্যুদের ভাড়া করা রাসেল নামে শহরের গেইটপাড়ের এক সন্ত্রাসী মাঝে মাঝেই তাদের বসতবাড়িতে গিয়ে হুমকী দেয় প্রাণনাশের।থানা পুলিশও প্রভাবশালীদের পক্ষেই কাজ করে আসছে। দরিদ্র পরিবারটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কোন প্রতিকার পাননি। ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে অসহায় পরিবারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রহুল আমীন, সোহেল রানা, আবুসামা ও আঙ্গুরি বেগম।
এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি হাবিবুল্লাহ ও এবাদতকে।