রংপুরের পীরগঞ্জ উপজেলায় পৌনে পাঁচলাখ মানুষের স্বাস্থ্যসেবা চলছে জোড়াতালি দিয়ে। প্রধানমন্ত্রীর স্বামীর বাড়ি এ উপজেলায়। জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী এ আসনের এমপি। অথচ এই উপজেলার সাধারন মানুষের চিকিৎসা ব্যবস্থায় চলছে নানা অনিয়ম আর অব্যাবস্থাপনা। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ পদে কর্মকর্তা/কর্মচারি না থাকায় প্রক্সি দিয়েই চালানো হচ্ছে। একজনের দায়িত্ব আর এক জনকে দিয়ে চালানোর কারণে প্রতিনিয়ত সেবাদান ব্যাহত হচ্ছে এখানে। কাগজপত্রে বিশ জনের মতো ডাক্তার কর্মরত থাকলেও করোনার অযুহাতে দীর্ঘ এক বছর যাবত পালাক্রমে একজন করে ডাক্তার মাত্র দু’ঘন্টার জন্য এসে দায়িত্ব পালন করছেন ইনডোর বিভাগে। এজন্য স্থানীয় ২/৩ জন লেডী ডাক্তার নির্ভর হয়ে পড়েছে হাসপাতালটি। বহির্বিভাগে স্যাকমোদের দিয়ে রোগী দেখার কাজ কাজ করে নেয়া হচ্ছে এজন্য। কাগজপত্রে কয়েকজন কনসালটেন্ট থাকলেও তাঁরা কেউই গত এক বছর ধরে অফিস করেন না। আবাসিক মেডিকেল কর্মকর্তা হিসেবে একজন মেডিকেল অফিসারকে জোর করে দায়িত্ব চাপিয়ে দেয়া হয়েছে। আবাসিক মেডিকেল কর্মকর্তা হলেও তিনি সপ্তাতে ২/১ দিন সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত অফিস করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন নিজেও সপ্তাতে ২ হতে ৩ দিন রংপুর বাসা থেকে সরকারি গাড়ী নিয়ে অফিস যাতায়াত করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেও রয়েছে নানা অব্যাবস্থাপনা। একটি সুত্র জানায়, ১ নং ডক্টরস কোয়াটারে ৫ টি ইউনিটে ড্রাইভার,কুকার,নাইটগার্ড বসবাস করে। এগুলোতে কোন ভাড়া দিতে হয় না। বিদ্যুৎ মিটার নেই। বসবাসকারীরা বিদ্যুৎ ব্যবহার করে,বিল পরিশোধ করা হয় হাসপাতাল থেকে। ২ নং ডক্টরস কোয়াটারে ৪ টি ইউনিট। সেখানে স্যাকমো,নার্স ও অন্যান্যভাবে ব্যবহৃত হচ্ছে। এগুলোর কোন ভাড়া নেয়া হয় না। বিদ্যুৎ বিল স্বাস্থ্য্র কমপ্লেক্স থেকে পরিশোধ করা হয়। ৩ নং বাসা তৃতীয় শ্রেণীর কোয়াটারে ৪ টি ইউনিট বিভিন্নজন ব্যবহার করে। এগুলোতেও বিদ্যুৎ বিল হাসপাতাল থেকেই পরিশোধ করা হয়। বাসা নং-৫ চতুর্থ শ্রেণীর কোয়াটার ৫ টি ইউনিট। সেখানে একজন বরাদ্দ নিয়ে বসবাস করছে। বাকিরা শুধুমাত্র বিদ্যুৎ বিল দিয়েই মাসের পর মাস বিনা ভাড়ায় বসবাস করছে। হাসপাতালের ক্যাশিয়ার একটি গুরুত্বপুর্ণ পদ। অথচ ওই পদে লোক না থাকায় এম এল এস এস পদে নিয়োগপ্রাপ্ত রাসেদুল ইসলাম দায়িত্ব পালন করছেন। আবদুল মান্নান নামের ওয়ার্ড বয় দীর্ঘ দু’বছর যাবত শয্যাশায়ী থাকায় তার স্থলে তাজুল নামের এক যুবক প্রতি মাসে ২ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিচ্ছে। জুনিয়র মেকানিক মারা যাবার পর তার দায়িত্ব পালন করছেন আউট সোর্সিং এ সুইপার পদে নিয়োগপ্রাপ্ত মজনু মাসুদ নামের এক যুবক। আয়া পদে কর্মরত লিপি বেগমের স্থলে আছিয়া নামের এক মহিলা দায়িত্ব পালন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন সরকারি গাড়ী নিয়ে রংপুর বাসা থেকে সপ্তাহে ২/৩ দিন অফিস করেন। এ ছাড়া সরকারি গাড়ীর যথেচ্ছাচার ব্যবহারেরও অভিযোগ রয়েছে। মোট কথা সব কিছু মিলিয়ে গোটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বত্রই হযবরল অবস্থা বিরাজ করছে। ফলে ভিআইপি আসন হিসেবে খ্যাত পীরগঞ্জ উপজেলার মানুষ করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরিই বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে এলাকাবাসী জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।