ঝিনাইদহ কালীগঞ্জে অবস্থিত সুইতলা মল্লিকপুরে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের পূর্বপাশে ছোট্র একটি চায়ের দোকানি ঐ গ্রামের হাতেম আলী বয়স তার ৫৭ বছর। ১৯৮৮ সালে অর্জন করেন মানবিক শাখায় গ্র্যাজুয়েশন। চাকরি পেতে পদে পদে হয়রানি, স্বজনপ্রীতির কারণে তার ভাগ্যে জোটেনি চাকরি। অবশেষে মনের দুঃখে জীবন জীবিকা বেশি কিছু না ভেবে স্থানীয় ভাবে ক্ষুদ্র কিছু করার। আর সে ভাবনা ভেবেই বাজারে সতভাবে গড়ে তোলেন চায়ের দোকান করে সংসার চালাবেন। চা দোকানী হিসাবে পরিচয় দিতে কুন্ঠিত না হয়ে স্নাতক পাশ হাতেম আলী। বর্তমানে যা আমাদের অনেকের কাছে দৃষ্টান্তমুলক। চলাচল করেন সাদা মনের মানুষের মত।
হাতেম আলী বলেন, দুই সন্তানের মধ্যে মেয়েটি বিয়ে দিয়েছেন, আর ছেলেটি ঢাকায় চাকরি করেন। বাবার পৈত্রিক সুত্রে পাওয়া কয়েক বিঘা সারা বছরের খাওয়ার চাল জুটলে ও সংসারে স্বচ্ছলতা আসবে না ভেবে কয়েক বছর আগে চালু করেন চায়ের দোকান। একজন উচ্চ শিক্ষিত মানুষের চায়ের দোকান দেওয়ার কারণে আত্মীয় স্বজন সমালোচনা করলে ও তা একসময় থেমে যায়। হাতেম আলীর চোট এ চায়ের দোকানে ভীড় করেন নানা বয়সের মানুষ। এদের মধ্যে মধ্যবয়সি ও তরুনরাই বেশি। যারা শুনছেন হাতেম আলী শিক্ষিত ও স্বজ্জন তারা এসে ভীড় করেন দুধ চা,কফি ও লাল চা খেতে এবং একটু আড্ডা দিতে। মল্লিকপুর বাজারে হাতেম আলীর চায়ের দোকান সবার কাছে পরিচিত। তার দোকানের চায়ের মজাই নাকি অন্য রকম যে কারণে সবাই চা খাবার জন্য ভীড় করেন।
খোচা খোচা দাড়ি মুখে বেশ সদালিপ সদাহাস্য হাতেম আলী জানালেন, তার নিকট আত্মীয় শুভাকাঙ্খিয়রা বিদেশ যেতে পরামর্শ দিলে ও তিনি যেতে রাজি হননি। বাবা ও দাদার জমি বিক্রি করে জীবন হাতে নিয়ে অনিশ্চিত বিদেশ যাত্রার চেয়ে নিজ দেশে টিকে থাকাটা তিনি বড় মনে করেন। প্রশিক্ষন বা বিশেষ কোন ট্রেডের বদলে সাধারন মানুষের বিদেশ পাড়ি দেওয়া মানে দিনমজুরি করে উপার্জন করা। তার চেয়ে নিজ দেশের ছোট খাট কাজ অনেক সস্মানের। দেশের ছেলে দেশেই কাজ করে খাব কেন অন্যের দেশে গিয়ে কাজ করবো। তিনি মনে করেন লেখাপড়া জানা আর না জানা চাকরি ভরসায় বেকার জীবন কাটানোর চেয়ে ছোট খাট ব্যবসা করে নিজের মত একটি স্বাধীন জীবন গড়া উত্তম। এত নিজের প্রতি যেমন আস্তা বাড়বে পরিবারের মাথা থেকে বোঝানেমে যাবে সহজে যা ঐ পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বাড়বে কিছুটা হলেও। দেমের চারিদিকে যখন শুন্যতা আর রেশারেশি, তখন হাতেম আলী জীবন যাপন করছেন নীরেট একটি সুন্দর পরিচ্ছন্ন জীবন। এতেই তিনি পরিতৃপ্ত পুরোপুরি। একবিংশ শতাব্দীতে এসেই উচ্চ শিক্ষিত হাতেম আলী ব্যবহার করেন না কোন মোবাইল ফোন। দোকানে বসে সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত চা বিক্রির কাজে ব্যাস্থ থাকতে হয় এজন্য ফোনের ব্যবহার প্রয়োজন হয় না। পরিবারের জন্য একটি ফোন থাকলে ও সেটে রাখা হয় বাড়িতে পারিবারিক কাজে। তিনি বলে আমার মত অতি সাধারন মানুষের জন্য মোবাইল ফোন খুব বেশি প্রয়োজন নয়। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে অভিভাবকরা তৃপ্তির ঢেকুর তুললেও পক্ষান্তরে তারা সন্তানদের ক্ষতিই করে চোলেছেন যা পুরন হওয়ার নয়।