প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদসহ নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২১ মে) বেলা ১২ টায় প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, যুগ্ন- সম্পাদক রোকন উদ্দিন সবুর মানববন্ধনে বক্তব্য রাখেন।
এ সময় প্রেসক্লাবের সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, আতাউর রহমান মিন্টু, শফিউল আলম মারুফ, নাজমুল হক বিপ্লব, শেখ আবদুল আওয়াল, আজহারুল হক, ডি এম মাজাহারুল আলম মিথুন, এইচ কবীর টিটো, মতিউর রহমান মতি, আরশাদ আহাম্মেদ আসাদ, তোফায়েল আহমেদ, এস এম সজল, মেহেদী হাসান বুলবুলসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য স্বাস্থ্য বিভাগের কিছু দুর্নীতিগ্রস্থ সরকারি কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য দুর্নীতিগ্রস্থ চিহিৃত সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সচিবালয় অভ্যন্তরে তাকে আটক রেখে হেনস্থা করার পর তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।’
বক্তারা সাংবাদিক বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রোজিনা মকে নিঃশর্ত মুক্তি দিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।