জামালপুর পৌর মেয়রের মানবিকতায় চাকরি পেয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন শাররীক প্রতিবন্ধি আকলিমা আক্তার। জানাযায়,নানা প্রতিকূল ও,প্রতিবন্ধকতা সত্ত্বেও শারীরিক প্রতিবিন্ধ হয়েও আকলিমা আক্তারকে দমিয়ে রাখতে পারেনি। প্রতিনিয়ত সে হামাগুড়ি দিয়ে দীর্ঘ পথ মাড়িয়ে জামালপুর সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন। অসহায় দরিদ্র শারীরিক প্রতিবন্ধী এই মেধাবী আকলিমা সর্ব্বোচ্চ পাঠচুকিয়ে ভেবে ছিলেন, চাকরি পেয়ে হয়তো তার অসহায় দরিদ্র পিতামাতা দুঃখ কষ্ট ঘুচিয়ে দিবেন একদিন। কিন্তু না! দীর্ঘদিন অতিবাহিত হলেও সরকারী,বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে বিভিন্ন আবেদন-নিবেদন করেও ফল হয়নি। কিন্তু হায়! চাকরি যে সোনার হরিণ। তাই তিনি দীর্ঘদিন বেকার হয়ে ঘরে বসে অসহায়াত্বের প্রহর গুনছিলেন। ভাগ্যে জুটছিল না তার চাকরি। অবশেষে গত সোমবার (১৭ মে) দুপুরে হামগুড়ি দিয়ে জামালপুর পৌর ভবনের দ্বিতল সিঁড়ি বেয়ে মেয়রের কার্যালয়ে উপস্থিত হন আকলিমা আক্তার।
পরে তিনি মানবিক সুযোগ্য পৌর মেয়র আলহাজ ছানুয়ার হোসেন ছানুর সামনে গিয়ে আর্জি জানান। তিনি বলেন, মেয়র মহোদয় আমি আকলিমা আক্তার। শাররীক প্রতিবন্ধি হয়েও মাস্টার্স পাস করেছি। নিয়েছি কম্পিউটার প্রশিক্ষণ। কিন্তু আমি কী আজীবন পরিবারের বোঝা হয়েই থাকবো? আমি বাঁচতে চাই। আমাকে একটা চাকরি দিবেন। আমি ধরতে চাই অসহায় পিতা-মাতা পরিবারের হাল।
অসহায় নারী প্রতিবন্ধির কথা শুনে আধুনিক পৌরসভা গড়ার কারিগর, বহুবিদ নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির চিন্তাশীল মেয়র আলহাজ¦ ছানোয়ার হোসেন ছানু তিনি তাৎক্ষণিক প্রতিবন্ধী ও তার পরিবারের প্রতি সহানুভুতিশীল হয়ে তারই দপ্তরে কমপিউটার সেকশনে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। একজন শাররীক প্রতিবন্ধি অসহায় নারীকে চাকরি দিয়ে নজির বিহিন মানবিক দৃষ্টান্ত স্থাপন করে পৌরবাসির কাছে সুনাম কুড়িয়েছেন পৌর মেয়র আলহাজ¦ ছানোয়ার হোসেন ছানু।
এ বিষয়ে পৌর মেয়র আলহাজ¦ ছানোয়ার হোসেন ছানুর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি পৌরবাসির আত্মমানবতার সেবা করার প্রতিশ্রুতি দিয়েই পৌর মেয়র হয়েছি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়! বরং তারা সমাজের একটি অংশ। তাই তাদের অবহেলা করার সুযোগ নেই। তিনি আরো বলেন,বর্তমান সরকার প্রধান, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ উভয়ে প্রতিবন্ধীদের নিয়ে নানাবিদ কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়,তাদের জন্য বিশেষ ভাতাও চালু করেছেন।
এ ব্যাপারে শারীরিক প্রতিবিন্ধ আকলিমা আক্তার তাৎক্ষণি তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,আমি সৃষ্টি কর্তার অশেষ রহমতে আজ থেকে জীবনযুদ্ধে আমি জয়ী হয়েছি। এখন থেকে আমার অসহায় দরিদ্র পিতা-মাতার সেবা করতে পারবো। এজন্য আমি মেয়র মহোদয়সহ বর্তমান সরকার প্রধান,জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সুযোগ্য সায়মা ওয়াজেদপুতুল তাদের উভয়ের প্রতি আমি এবং আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবো প্রাণ ভরে দোয়া করবো বলে উল্লেখ করেছেন।