জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় চারটি ইউনিয়নে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে তিনটি গরুসহ কমপক্ষে ১০জন আহত হেয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার(২০ মে) বিকালে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় মাঠে কৃষিকাজ করতে গেলে বজ্রপাতে পার্থশী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে কালা মিয়া(৪০) একই এলাকার কাইল্যা সেখের ছেলে শাহাজামাল(৪৫) ও জব্বার খানের ছেলে এনামুল হক(৪০) ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়াও বজ্রপাতে একই উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের কান্দু সেখের ছেলে জবেদ আলী(৬০),সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার বাসিন্দা আবদুল কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন(৩৬) এবং গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের আখির মাহমুদের ছেলে মহিজল(৫০) বজ্রপাতে মারা যায়। এ সময় বজ্রপাতে বাহাদুরপুর গ্রামে তিনটি গরুর মৃত্যুসহ কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পার্থশী ইউপির চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম বাবুল,গাইবান্দা ইউপির চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী, সাপধরী ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি,ও পলবান্দা ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ শাহাদৎ হোসেন স্বাধীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।