কুষ্টিয়ার ভেড়ামারায় বে-পরোয়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে ময়নাল হক মিল্টন (২০) ও শাকিল আহমেদ (২১) নামে দুই মটরবাইক চালক যুবকের মৃত্যু হয়েছে।
এঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই দুই বাইকের আরোহী দুই যুবক।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেড়ামারা-গোলাপনগর আঞ্চলিক সড়কের বাঁকাপুল নামক স্থানে সংঘটিত দূর্ঘটনায় মৃত ময়নাল হক মিল্টন উপজেলার গোলাপনগর গ্রামের বাসিন্দা সেনেটারী ব্যবসায়ী মমিন হেসেনের ছেলে এবং মৃত শাকিল আহমেদ একই এলাকার বাসিন্দা আলম হোসেনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ভেড়ামারা থেকে বাইক আরোহী মিল্টন তার গ্রামের বাড়ি গোলাপনগরের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে শাকিল আহমেদ চালিত অপর মটরবাইক এসে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় মোটরবাইকের চালকসহ আরোহীদ্বয়ও ছিটকে পড়ে। দুই বাইকেরই বে-পরোয়া গতি থাকায় দুর্ঘটনায় বাইক দুইটিও দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ৪ মটরবাইক আরোহীদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মিল্টন ও শাকিলকে মৃত ঘোষণা করেন। মৃত দুই যুবকই ছিলেন দুই বাইকের চালক। গুরুতর আহত দুই বাইকের দুইজন আরোহী সাকিব-১৮ ও পল্লব-১৫’র অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি শাহ জামাল বলেন, মটরবাইক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর সংবাদ পেয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত: যুবকদ্বয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত দুইজনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মৃত: যুবকদ্বয়ের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত না করেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।