কুষ্টিয়া শহরে বাইপাস সড়কের মিনাপাড়া কালভার্টের উপর ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার জানান, চাল বোঝাই একটি ট্রাকের সাথে আম বোঝাই একটি পিকআপের মুখোমুখী সংঘর্ষ হলে রাস্তার উপর ট্রাক ও পিকআপ উল্টে যায়। তারপর আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ট্রাক চালক আলম হোসেন ও পিকআপ চালক জাকির হোসেন বাবুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।