প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের সাংবাদিক।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে দৌলতপুর উপজলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়, সিনিয়র সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন, সাইদুল আনাম, সাংবাদিক সোহানুর রহমান শিপন, সোহাগ আহমেদ ও রনি আহমেদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় দৌলতপুরের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।