ঝিনাইদহ কালীগঞ্জ শহরে বিভিন্ন পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা গুলো (সিসি ক্যামেরা) অকেজো হয়ে পড়েছে। কিন্তু সে গুলো মেরামতে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এই সুযোগটিই কাজে লাগাচ্ছে অপরাধী চক্রগুলো। চুরি, ছিনতাইসহ নানা ধরণের অপরাধ দমনের জন্য ঝিনাইদহ কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ১২টির বেশি জায়গায় ৩২টি সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট ক্যামেরা) বসানো হয়েছিল। বর্তমানে এসব ক্যামেরা অকেজো হয়ে পড়েছে। প্রায় ৫ বছর আগে থানা পুলিশ ও ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনারের উদ্যোগে এ ক্যামেরা গুলো বসানো হয়।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সিসি ক্যামেরার জন্য অপটিক্যাল ফাইবার করেন কালীগঞ্জ থানার সেকেন্ড কর্মকর্তা এসআই ইমরান আলম এ কাজের সহযোগিতা ছিলেন ফাইবার তার স্থাপনকারী টেকনিশিয়ান মুনতাজুর রহমান, মামুন সহ এ কাজের সহযোগিতা করতে এগিয়ে আসেন ডিস ব্যাবসায়ী শাহিনুর রহমান ও শচিন বাবু। ২০১৬ সালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কালীগঞ্জ শহরকে সিসি ক্যামেরা স্থাপনের আদেশ দেওয়া হয়েছিল। এ লক্ষ্যে কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে প্রায় মাসব্যাপী কর্ম পরিকল্পনা গ্রহন ও শহরের ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করা হয়। সভাতে স্থানীয়দের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে শহরটিতে শতাধিক সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়। এ উদ্যোগটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা সহ সার্বিক তত্বাবধানে ছিলেন ঝিনাইদহ -৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার।
কালীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসায়ী ও শ্রেনী-পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়। আর এই সিসি ক্যামেরা স্থাপনের মূল দায়িত্বে ছিলেন, কালীগঞ্জ থানার সাবেক সেকেন্ড কর্মকর্তা ইমরান আলম বর্তমানে তিনি কোটচাদপুর থানার ওসি তদন্তের দায়িত্বে রয়েছেন। তিনি থাকা অবস্থায় সিসি ক্যামেরা গুলি সচল থাকলেও বর্তমানে রক্ষাণাবেক্ষণ ও ঠিকমত তদারকি না থাকায় সেগুলি অকেজো হয়ে পড়েছে। যার কারণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই হলে তা সনাক্ত করা সম্ভব হবে না। ফলে স্থানীয় জনগণের টাকায় কেনা সিসি ক্যামেরার সুফল কালীগঞ্জবাসী পাচ্ছে না। অনেক স্থানে সিসি ক্যামেরা গুলোর কোন হোদিস নেই।
ব্যবসায়ীরা বলেন, ‘সিসি ক্যামেরা থাকলে অনেক সুবিধা আছে। আর এটা না থাকলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় দোকানের সামনে ক্রেতারা এসে বাইসাইকেল মোটর সাইকেল রেখে দেয়। কেনা কাটার ফাঁকে এগুলি চুরি হওয়ারও ভয় থাকে। সিসি ক্যামেরা থাকলে একটু নিশ্চিত থাকা যায়। কারণ চোর ও ছিনতাইকারিরাওভয়ে থাকে। সিসি ক্যামেরা থাকলে অপরাধীরা অপরাধ করতে ভয় পায়। কিন্তু এগুলো যখন নষ্ট থাকবে তখন তারা নির্বিঘেœ অপরাধ করে চলে যাবে। তাদের সনাক্ত করা সম্ভব হবে না।
জেলা শহরের মধ্যে কালীগঞ্জ উপজেলা একটি গুরত্বপূর্ণ শহর। বিভিন্ন অপরাধ দমনে ঝিনাইদহ জেলার মধ্যে সর্বপ্রথম কালীগঞ্জ শহরের ১২টির বেশি স্থানে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে ৩২টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল।
পুরো কালীগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য প্রথমে শহরের মোটর মালিক সমিতির ভবনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সুধীজনদের নিয়ে সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সভায় এমপি ছাড়াও অন্য নেতারাও উপস্থিতি ছিলেন। কালীগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য ব্যবসায়ী ও সুধীজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুয়ায়ী শহরের ১০ কিলোমিটার এলাকায় সিসি ক্যামেরার লাগানো হয়। প্রাথমিক ভাবে মেইন বাসস্ট্যান্ডে ৫টি, সোনালী ও জনতা ব্যাংক মোড়ে ২টি, থানার মধ্যে ৪টি, কালীবাড়ী মোড়ে ২টি, ঢাকালে পাড়ায় ২টি, কলাহাটা মোড়ে ২টি, কলেজপাড়া ৩টি, নলডাঙ্গা ও মিশনপাড়া ৩টি, সরকারি ভুষণ স্কুলের সামনে ১টি, ফুড গোডাউনে সামনে ১টিসহ ১২টিরও বেশি স্থানে ৩২টি সিসি ক্যামেরা লাগানো হয়। আর এ সিসি ক্যামেরা গুলোর কন্ট্রোল রুম করা হয় থানার সেকেন্ড অফিসারের রুমে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, বর্তমানে একটি ক্যামেরাও সচল নেই। ক্যামেরা গুলো ঠিকমত তদারকি ও রক্ষাণাবেক্ষণ না করায় এখন অকেজো হয়ে আছে। এগুলো মেরামতের জন্য কোনও ফান্ড নেই। আমরা চেষ্টা করবো কিভাবে ক্যামেরা গুলো মেরামত করে সচল রাখা যায়। আমি এ থানায় যোগদানের আগ থেকেই ক্যামেরা গুলো বসানো ও অকেজো হয়ে পড়ে রয়েছে।