প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের কক্ষে আটকে রেখে হেনস্থা, মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্তে মুক্তির দাবীতে প্রতিবাদ সভা করেছে জামালপুর প্রেসক্লাব।
গত বৃহস্পতিবার (২০ মে) সকালে শহরের জামালপুর প্রেসক্লাব আয়োজিত এক প্রতিবাদ সভা প্রেসক্লাব মিলানায়তনে অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সুশান্ত দেব কানু, কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সমকালের জেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম এ আবদুল হালিম দুলাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবদুল আজিজ, দেশটিভির সাংবাদিক সাঈদ পারভেজ তুহিন, এড. লিল্টু ভোমিক দুলু, সাংবাদিক মঞ্জুরুল হক প্রমুখ। প্রতিবাদ সভা সঞ্চলনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। সাংবাদিক নেতারা প্রত্যেকেই জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, মিথ্যা মামলায় গ্রেফতারসহ তার নিঃশর্তে মুক্তির দাবী করে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের বাধা দূর করতে ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিলের জোর দাবী জানান। এ সময় জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেন সাংবাদিক নেতারা।