সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে এবং তাঁর নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল কর্মরত সাংবাদিকরা।
২০মে বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটনের সঞ্চালনায় ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, এম কে মানিক পাঠান, প্রবীর চক্রবর্তী, আবু হেনা মোস্তফা কামাল, মো. মহিউদ্দীন, আমান উল্যাহ আমান। এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ উপজেলার কর্মরত সকল পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।