দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর সচিবালয় কক্ষে আটকে রেখে হামলা, মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহবায়ক মোঃ শামসুদ্দিন মাস্টার। প্রেসক্লাবের সদস্য সচিব শফিক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার, ফেরদৌস আলম, আবু ছালেহ মোঃ মূছা, এম ইদ্রিছ আলী, এম ইউসুফ, তাজুল ইসলাম, রাশিদুল আলম শিমুল, ফেরদৌস তাজ, হোসাইন আহমেদ সুলভ, কামরুল হুদা আকন্দ বাবলু, এনামুল হক, মাহমুদুল হাসান রাজিব, খাইরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্তা ও মিথ্যা মামলা কারী সরকারি আমলাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন নেছা বেগম কে চাকুরি থেকে অব্যহতি ও স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের জোর দাবিও জানান।