ময়মনসিংহের গফরগাঁওয়ে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) প্রকল্পের অধিনে উপজেলার সালটিয়া ও যশরা ইউনিয়নের ২ হাজার ৩৩৯ জন উপকারভোগীর মধ্যে ক্যাশ কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, আইএসপিপি ও স্থানীয় সরকারের উদ্যোগে গত মঙ্গলবার (১৮ মে) দুপুরে সালটিয়া ও যশরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ক্যাশ কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, সংশ্লিষ্ট ইউপি সদস্য, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল স্যারের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।