প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লারের উদ্যোগে বুধবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে সমাবেশে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, টেলিভিশন জার্ণলিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তি দাবি জানান।