কালীগঞ্জ পৌর এলাকার বিহারী মোড় থেকে দরগা পাড়ার ও পরামানিক পাড়া হয়ে আয়েশা ফিলিং স্টেশন পর্যন্ত একেবারেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এই রাস্তার পাশেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীর বাসভবন এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেনের বাড়ি।
এই দুই জনপ্রতিনিধির চলাচলও এই রাস্তায়। আড়পাড়া গ্রামবাসি দ্রত রাস্তাটি সংষ্কার করার দাবী করেন। এ সড়ক দিয়ে শোয়াইবনগর ফাজিল মাদ্রাসা,আড়পাড়া এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, কিন্ডার গার্টেন, আইশা খাতুন বালিকাবিদ্যালয়, পরামানিক পাড়ায় রয়েছে দু,টি মন্দির। এ মন্দিরে নিয়মিত ধর্মিয় কার্যক্রম চলে থাকে। বিহারি মোড় থেকে পরামানিক পাড়া হয়ে মোইন সড়ক পর্যন্ত রাস্তাটি সর্বসময় ব্যস্ততম থাকে। এলাকায় রয়েছে অধিক ঘনবসতি। আবার এ সড়ক দিয়ে যেতে হয় বিদ্যুতের পারহাউজ অফিসে, চিনিকলের ফার্ম, রেলষ্টেশনসহ বিভিন্ন এলাকায় যাওয়ার প্রধান সড়ক। সড়কের পাশে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসায়িক দোকান, স্য্যালুন, হোমিও ডাক্তার খানা। অনেকে বাসাবাড়ির সামনে নির্মান কাজের জন্য ইট বালি,খুয়া,মাটি রেখে চলাচলে মারাত্নক বিঘ্ন সৃষ্টি করছে।
এলাকাবাসির দাবি সংষ্কার কাজ করতে দেরি হলে সাধারন মানুষের চলাচল করার জন্য পাথর, পিচ ও বালু দিয়ে রোলার করে রাস্তার গর্তগুলো ভরাট করলে চলাচল করা সম্ভব হবে।
এলাকার সাধারন মানুষের বাসাবাড়ির কাজের জন্য ট্রাকে বালি,ইট,খোয়া,মাটি বহন করে থাকে। আড়পাড়ার এ রাস্তা সর্বসময় সাধারন মানুষ ও ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। যে কারনে সংস্কার করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। বিশেষ করে তিন জনপ্রতিনিধির দৃষ্টি দেওয়া জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এলাকার কোন ড্রেন দিয়ে পানি নিস্কাসন হয় না। যেমন যশোর মহামড়কের পাশে মোটা অংকের টাকা ব্যায় করে সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান ড্রেন করেছিলেন, কিন্তু সে সব ড্রেন দিয়ে পানি নিস্কাসন হয় না। কতিপয় ব্যাক্তি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ড্রেন গুলো বন্ধ করে রেখে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সর্বসময় ড্রেনে পানি ভর্তি হয়ে পচাগন্ধ, মশা মাছি বৃদ্ধি পাচ্ছে। বলা যায় ড্রেন থাকার পর ও পানি নিস্কাসন হচ্ছে না। বর্ষা হলে ড্রেনের পচা পানি উপছে বাসাবাড়ির সামনে চোলে আসছে ছড়াচ্ছে মারাত্নক গন্ধ। অনেকে বাসাবাড়ির ময়লা বাজার করা থোলেয় ভর্তি করে রাস্তার পাশে ফেলে পরিবেশ নষ্ট করছে। ছড়াচ্ছে মারাত্নক দূর্ঘন্ধ। এসব বিষয়ে ৩ জনপ্রতিনিধির সুদৃষ্টি একান্ত প্রয়োজন ।