বিশ্ব করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত। দেশেও করোনার সংক্রমণ ও করোনায় মৃত্যু থেমে নেই। এমন পরিস্থিতিতে বলা দরকার, মানুষ বিধিনিষেধ উপেক্ষা করে রোজার ঈদকে সামনে রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটেছে। আবার যদি ঈদকে সামনে রেখে গাদাগাদি করে বাড়িতে যাওয়া লাখ লাখ মানুষ একইভাবে স্বাস্থ্যবিধি না মেনে শহরে ফেরে তবে করোনা সংক্রমণের বড় ঝুঁকিতে পড়তে পারে দেশ- এমন আশঙ্কা উঠে এসেছে। এ পরিস্থিতি ভারতের চেয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সঙ্গত কারণেই এই বিষয়টি আমলে নিয়ে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ জরুরি বলেই প্রতীয়মান হয়। আমরা বলতে চাই, এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে যখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় হাইফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা, আইসিইউ ও আইসোলেশন সেন্টারসহ সার্বিক বিষয়ে আগাম জোরালো প্রস্তুতি নিয়ে রাখার তাগিদ দিয়েছেন- তখন সেটি আমলে নিতে হবে সংশ্লিষ্টদেরই এবং এর পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে এটাও বলা দরকার যে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ঈদযাত্রা শুরুর বেশ আগে থেকেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করলেও সে সময় তা মানা হয়নি। বরং ভিন্ন কৌশলে তা নিয়ন্ত্রণ করতে গিয়ে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে এবং শেষ সময়ে এসে প্রশাসনকে পাটুরিয়া-শিমুলিয়া ঘাটে ফেরি চালু-বন্ধসহ ঈদযাত্রার বিভিন্ন ইস্যুতে নানা এলোমেলো সিদ্ধান্ত নিতে হয়েছে বলেই খবরের মাধ্যমে জানা যাচ্ছে। আর এতে জনগণের ভোগান্তি কমার বদলে বেড়েছে পাশাপাশি স্বাস্থ্যবিধিও চরমভাবে উপেক্ষিত হয়েছে- এমনটিও আলোচনায় আসছে। জানা যায়, তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় রেখে ফিরতি পথের যাত্রা নিয়ন্ত্রণেও বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ফলে ঈদের দিন পার হতেই গণপরিবহণ ও ফেরিঘাটসহ যাত্রাপথের সবখানেই ফের আগের অবস্থা সৃষ্টি হয়েছে- যা ক্রমান্বয়ে বেড়ে আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে- এমন আলোচনাও উঠে আসছে। আমরা বলতে চাই, সম্প্রতি করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিষয়টিও সামনে আসে। সড়ক পথের দূরপালস্নার গণপরিবহণ এবং লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঈদকে সামনে রেখে বিকল্প নানা উপায়ে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে মানুষ গাদাগাদি করে গ্রামে ফিরে গেছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এভাবে বিপুলসংখ্যক মানুষের ঈদযাত্রায় দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং তা সামাল দেওয়া কঠিন হবে বলে স্বাস্থ্য সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। প্রসঙ্গত আমরা বলতে চাই, করোনার ভয়াবহতা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর প্রভাব পড়েছে প্রায় প্রতিটা ক্ষেত্রেই। করোনা নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা। ফলে যদি স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি না হয় তবে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে- যা কোনোভাবেই কাম্য হতে পারে না। এটাও আমলে নেওয়া দরকার, গণপরিবহণসংশ্লিষ্টরা বলছেন, দূরপালস্নার গণপরিবহণ বন্ধ রেখে লোকাল সার্ভিসের বাস-মিনিবাস ও রেন্ট-এ-কারের গাড়িতে ঈদযাত্রার কারণে স্বাস্থ্যবিধি সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছে। এ ছাড়া পণ্যবাহী ট্রাকের ত্রিপলের নিচে গাদাগাদি করে লুকিয়ে ও কাভার্ড ভ্যানে চড়ে বাড়ি যাওয়ার কারণে সংক্রমণের ঝুঁকি আরও বেড়েছে। এর চেয়ে দূরপালস্নার গণপরিবহণের অর্ধেক আসন ফাঁকা রেখে ঈদযাত্রার সুযোগ দেওয়া হলে স্বাস্থ্যবিধি অনেকাংশে মেনে চলা সম্ভব হতো বলেও মনে করেন তারা। এ ছাড়া পরিকল্পিত উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা বলতে চাই, যত দ্রুত সম্ভব সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে সব ধরনের উদ্যোগ নিন। সংক্রমণ পরিস্থিতি এবং সার্বিক দিক বিবেচনায় চিকিৎসা ব্যবস্থায় আগাম সব ধরনের প্রস্তুতির বিষয়টিও আমলে নিতে হবে। যথাযথ সতর্কতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তা না হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। করোনার ভয়াবহতাকে বিবেচনায় নিয়ে জনস্বাস্থ্যবিদদের মতামতগুলো আমলে নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ করোনা মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকুক এমনটি কাম্য।