ফেডারেল অফ বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা'র (ফোবানা) অধীন বাংলাদেশ লিয়াজো কমিটির এক সভা আজ গতকাল ৮টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল মাধ্যমে সভাপতি হিসেবে শিকাগো থেকে যুক্ত হন বাংলাদেশ লিয়াজো কমিটির চেয়ারপার্সন মকবুল এম আলী।
ভার্চুয়াল সভায় ওয়াশিংটন ডিসি থেকে যুক্ত হন সংগঠনের ভাইস চেয়ারপার্সন প্রিয়লাল কর্মকার, কানাডা থেকে যুক্ত হন সদস্য গোলাম সারওয়ার খান প্রবাল, শিকাগো থেকে যুক্ত হন সদস্য মো. সুজা শাহরিয়ার, শিকাগো থেকে আরো যুক্ত হন সদস্য কামরুল আহমেদ, অস্টিন টেক্সাস থেকে যুক্ত হন ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান ড. আহমদ চৌধুরী হিরু এবং বাংলাদেশের শ্রীমঙ্গল থেকে যুক্ত হন সংগঠনের সদস্য সাংবাদিক আতাউর রহমান কাজল।
ভার্চুয়াল সভায় আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ফোবানা'র সম্মেলন সফল করতে কতিপয় সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রসঙ্গত ফোবানা বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং স্বাস্হ্য, নারীর ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্য, স্টুডেন্ট স্কলারশিপসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড নিয়ে কাজ করছে। এ ছাড়া ফোবানা'র সাথে বাংলাদেশের সু-সম্পর্ক গড়ে তোলাও ফোবানা'র অন্যতম লক্ষ্য।