ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী আজিজুল হকের (৩৮) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী আয়োজনে সোমবার (১৭ মে) দুপুরে উপজেলার ভারতী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্ত্রী জোসনা বেগম ও তার পরিবারের লোকজন ছাড়াও এলাকার শত শত মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, গত ৭ মে পুনাইল গ্রামের ব্যবসায়ী আজিজুল হককে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।