নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের পপুলার বিস্কুট ফ্যাক্টরীর সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ বেলাল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ আরাফাত প্রকাশ বাবু (২০) নামের মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত ও আহত দুইজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রী।
নিহত বেলাল হোসেনের বাড়ি সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামে। সে ওই গ্রামের মুজা মিয়া হাজী বাডীর আবদুল গোফরান মিয়ার ছোট ছেলে। রোববার বিকাল ৪ টারদিকে ওই দুঘটনার্টি ঘটেছে।
স্থানীয়রা জানান রোববার বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দুইবন্ধু বেলাল ও আরাফাত জমিদার হাট বাজারের দিকে রওয়ানা দিয়ে পপুলার বিস্কুট ফ্যাক্টরীর সামনে পৌছলে দ্রুতগতির মোটরসাইকেলের ব্রেককশতে মোটরসাইকেলটি উল্টে রাস্তার ওপর পড়ে গিয়ে দর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। এবং অপর আরেহী আরাফাত গুরুত্বর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করান।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা জানান এধরনের কোন ঘটনা থানায় কেউ অবহিত করেনি।