কালীগঞ্জ নলডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে তাপস (৩৫) নামের এক কর্মকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা বাজারস্থ কামারের দোকানে এ দূর্ঘটনা ঘটে। নিহত তাপস কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের মৃত বৈদ্যনাথ বিশ্বাসের ছোট ছেলে।
নলডাঙ্গা বাজারে অবস্থিত নিজ দোকানে সুইচ দিতে গিয়ে তাপস বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রাতে বৃষ্টির কারণে সুইচ বোর্ডের ভিতর পানি ঢুকে এ দূর্ঘটনা ঘটতে পারে।পরে স্থানীয়দের সহায়তায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।