ঝিনাইদহ কালীগঞ্জে বলিদাপাড়া এলাকা থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ-৬ এর একটি দল।
শুক্রবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এর নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে বলিদাপাড়া গ্রামের নাছিরের পুকুরের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ শাহাঙ্গীর বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটক মাদক ব্যবসায়ী কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত ফেন্সিডিল কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪ (গ) ধারার মামলা করা হয়