বৈশ্বিক কোভিট-১৯ মোকাবেলায় রাঙ্গামাটির কাউখালী উপজেলায় কর্মহীন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১২শত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি।
বুধবার (১২ মে) সকালে কাউখালী উপজেলা হলরুমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায়, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৪ ইউনিয়নে ১২শ পরিবারের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদৌহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, থানা অফিসার ইনচার্জ শহিদুল্ল্যা পিপিএম, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দীন প্রমুখ।
ত্রান বিতরণ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন, করোনার মহামারীর কারণে কর্মহীন অসহায় মানুষের দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের প্রত্যন্ত পল্লীগুলোতে তাঁর মমতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর বর্তমান আওয়ামীলীগ সরকার তৃণমূল পর্যায়ে এই করোনার দূর্যোগ থেকে পরিত্রাণে দিনরাত কাজ করে চলেছে। ফলে এখন দেশের সমতল এলাকার ন্যায় পাহাড়ী পল্লীগুলোর জনগণও সমানভাবে উপকৃত হচ্ছে। এতে করে আজ দেশে এই করোনার ক্রান্তিলগ্নে কেউ না খেয়ে নেই।