বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালীর সেনবাগ মিলাদ ও দোয়া মাহফিল করেছে সেনবাগ পৌরসভা বিএনপি।
এউপলক্ষে মঙ্গলবার বিকেলে সেনবাগ জেলা পরিষদ মার্কেটের রয়েল কিচেন রেস্তোরাঁয় সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্ব ও সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাবিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ছেরাজ, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খন্দকার গোলাম হোসেন, নবীপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল হক, সফিকুল আলম স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আলী বাবর, নুর আলম নুরু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সেলিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হক হেলাল, বিএনপি নেতা জাকের হোসেন, এমাম হোসেন ভূঁইয়া, হেদায়েত উল্যা চৌধুরী, তাজুল ইসলাম রতন, যুবদল নেতা আনোয়ার উল্যা আজাদ, সাবেক জিএস বশির উল্যা চৌধুরী রিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ হেলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ আদনান প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা কওে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।