পবিত্র ঈদণ্ডউল-ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে উপকারভোগীদের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে। কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান মারিয়া জানান, ভিজিএফ কর্মসূচীর আওতায় সোম ও মঙ্গলবার দুদিন ধরে ২ হাজার ৪শত ২০ জনকে মাথাপ্রতি সাড়ে চারশ টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও ত্রাণ ও পুনঃর্বাসন অধিদপ্তর থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে ৪৫০ জনকে মাথাপ্রতি সাড়ে চারশ টাকা করে দেয়া হয়েছে। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ আরব আলী, ইউপি মেম্বর হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।