ঝালকাঠিতে পাটজাত পণ্য ব্যবহার আইন লঙ্গণ করে পলিথিনে করে চাল মজুদ করায় ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪৭হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি শহরের ব্যবসায়ী এলাকার মনোহরী পট্টিতে মেসার্স খাদ্য ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স রায় এন্টার প্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স সূর্য ভান্ডারকে ১০ হাজার ও জয় সংঘ ভান্ডারকে ১০ হাজার এবং গোপাল কুন্ডকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রম্যমান আদালত পরিচালনাকারী মাসুমা আক্তার ও সায়েম ইমরান এই দন্ড প্রদান করেছেন।