ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পসহ উপজেলার তিন শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। আখাউড়ার স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ ও অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে এসব ঈদ সামগ্রী দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার চরনারায়নপুর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, অগ্নিবীণা স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক হান্নান খাদেম, প্রভাষক আরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম ইমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, আত্মীয়’এর প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী মফিকুল ইসলাম, জুটন বনিক, জালাল হোসেন মামুন, আত্মীয়’র সমন্বয়কারী রাকিব হাসান, শেখ দিপু, সদস্য সুজন সাহা, আল আমিন, মোছাম্মৎ ঋতু, মমতা ঘোষ, সামান্তা ঘোষ প্রমুখ। এর আগে সকালে পৌর-শহরের রাধানগর এলাকায় ওই সংগঠনের ঈদ সামগ্রী দুস্থদের হাতে তুলে দেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল। এছাড়াও দুই সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন। বিতরণকৃত সামগ্রীদের মধ্যে রয়েছে মুরগি, পোলাও চাল, চিনি, সেমাই, প্যাকেটজাত দুধসহ নানা উপকরণ।