বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় আজ উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট জেলার ক্ষুদ্র চা চাষিদের দক্ষতা বৃদ্ধির জন্য “উন্নত জ্ঞান উন্নত চা” শ্লোগানকে সামনে রেখে “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” এর ব্যানারে জুম অ্যাপের মাধ্যমে “বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদি ব্যব¯’াপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এছাড়াও বান্দরবান অঞ্চলের ক্ষুদ্র চা চাষিরাও ওই ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় সংযুক্ত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন ক্ষুদ্র চা চাষি অংশগ্রহণ করেন।
ওই কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন পঞ্চগড়¯’ বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন, উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আমির হোসেন ও সহকারী খামার তত্ত্বাবধায়ক মোঃ ছায়েদুল হক। এ সময় বান্দরবান সিএইচটি প্রকল্পের পরিচালক সুমন সিকদার, লালমনিরহাট প্রকল্পের পরিচালক মোঃ আরিফ খান, নীলফামারী প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ জায়েদ ইমাম সিদ্দিকী ভার্চুয়াল প্রশিক্ষণে সংযুক্ত হন।
ওই কর্মশালায় বক্তাগণ চায়ের জাত নির্বাচন, চারা রোপন, প্লাকিং, টিপিং, প্রুনিং, সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষকের হাতের মুঠোয় সহজে সেবা পেতে চাষিদের ‘দুটি পাতা একটি কুঁড়ি’ মোবাইল অ্যাপ ব্যবহার শিখানো হয়। কর্মশালার রিসোর্স পারসনগণ তাঁদের বক্তব্যে উত্তরাঞ্চলের চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চায়ের গুণগতমান উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
করোনা পরি¯ি’তিতে সরকারের জনসমাগম নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ জহির“ল ইসলাম এনডিসি, পিএসসি'র নির্দেশনায় জুম অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখা হ”েছ।
বাংলাদেশ চা বোর্ডের ভিন্নধর্মী ছাঁদ ও দেয়াল বিহীন “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” কর্মসুচির আওতায় উত্তরাঞ্চলের ৫ জেলায় এ পর্যন্ত ৩২টি হাতেকলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।