কোম্পানীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী ও যুক্তরাষ্ট্র আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলীর ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ।
মঙ্গলবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারের নিজ বাস ভবনে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বৈশ্বিক মহামারী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের এ মহাসংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্থ, অসহায়, গরীব, দুস্থদের মাঝে নগদ ৩ লক্ষ টাকা, ঈদ সামগ্রী ১ হাজার পিছ শাড়ি লুঙ্গি বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী বাবুল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।