গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন, ধান সংগ্রহ ও মনিটরিং কমিটি এবং উপজেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ প্রান্তিক কৃষকের কাছ থেকে বোর ধান ক্রয় সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ মে দুপুরে) উপজেলা খাদ্য সামনে বোর ধান ক্রয় সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বোর ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক, উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক জানান, কাপাসিয়া উপজেলায় প্রান্তিক কৃষকের কাছ থেকে এবছর ১ হাজার ৮০ টাকা দরে ১৮৬২ মেট্রিক টন বোর ধান ও ৯৮২ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।