কুষ্টিয়ার দৌলতপর উপজেলার দাড়ের পাড়া গ্রামের শরিফুল ইসলামের দেড় বছরের পুত্র আরাফাত এর গলিত বস্তাবন্দি লাশ সোমবার দুপুরে দৌলত থানা পুলিশ উদ্দার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে ৩দিন আগে আরাফাত তার নিজ বাড়ী থেকে নিখোজ হয়। অনেক খোজাখুজি করে না পেয়ে পার্শ্ববর্তি প্রতিবেশী কোহিনুরের বাড়ীতে লাশের গন্ধ পেয়ে তার বাড়ীর চুলার পাশে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। জানাগেছে পূর্ব শত্রুতার জের ধরে কোহিনুর শিশুটিকে ধরে এনে হত্যা করে তার লাশ রান্নার চুলার ছায়ের মধ্যে বস্তাবন্দি করে ফেলে রেখে মাচা তৈরী করে চুলাটি ডেকে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ কোহিনুরের রান্না ঘরের মাচানীচে চুলা থেকে বস্তাবন্দি গলিত শিশু আরাফাতের লাশ উদ্ধার করে এবং কোহিনুরকে আটক করে। পুলিশ ও এলাকাবাসীর ধারনা পূর্বশত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশু আরাফাতের গলিত লাশ দেখতে এলাকাবাসী কোহিনুরের বাড়ীতে ভিড়জমায়।