ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুভার্বকালে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার ১ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর খাদ্য এবং ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়ত উদ্যৌলা খান এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। উপজেল্ ামাঠে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে প্রত্যেককে ১০ কেজি চাল,১ কেজি সয়াবিন তেল,১ কেজি পেয়াঁজ,আধা কেজি চিনি,আধা কেজি ডাল ও ১ প্যাকেট সেমাই দেয়া হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান,আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি,উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ^াস বক্তব্য রাখেন। এ ছাড়া ভাইসচেয়ারম্যান সেলিম পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,আশুগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ জাবেদ মাহমুদ ,আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভুমি)ফিরোজা পারভিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মাবুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়ত উদ্যৌলা খান বলেন,বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের এই পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছেন। কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে প্রণোদনার আওতায় আনা হবে।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।