রংপুরে জেসমিন আক্তার নামে (২০) এক নববধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আবদুল মোতালেবকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ মাস আগে রংপুর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বাহাদুর সিং মহল্লার মৃত জয়নাল আবেদীনের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের নিলকচ-ি গ্রামের হোসেন মিয়ার ছেলে আবদুল মোতালেবের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর শারীরিক অক্ষমতা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। এরইমধ্যে শনিবার রাতে ঈদের কেনাকাটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোতালেব তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেন। পরে রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, আবদুল মোতালেবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।