প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রংপুরে এক হাজার অস্বচ্ছল ব্যক্তির মাঝে ইফতার বিতরন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রোববার বিকেলে নগরীর রেলস্টেশন বস্তি, নাসনিয়া বস্তি, গোমস্তপাড়া ডিজিটাল বস্তি, বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত্বরে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে এ ইফতার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, নেজারত ডেপুটি কালেক্টর রায়হানুল কবির, জেলা স্কাউটের কমিশনার সিদ্দিকুর রহমান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক সাব্বির আহমেদ, আলী আহমেদ, মোস্তফা জামাল সুমনসহ অন্যরা।