নোয়াখালী সেনবাগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মরহুম আবদুল হাকিম ভূঁইয়া ফাউন্ডেশন। রোববার দুপুরে এউপলক্ষে কাদরা ইউপির নিজসেনবাগ মুরহুম আবদুল হাকিমের বাড়িতে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের যুবলীগের সভাপতি এবং অত্র ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রত্যাশী গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুল ওহাব, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা যাছাই বাছাই কমিটির সেনবাগের সদস্য মাষ্ঠার আবু বক্কর ছিদ্দিক, ৪নং কাদরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছায়েদুল হক, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, মুক্তিযোদ্ধা হাজ¦ী ওবায়েদ উল্লাহ, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধোদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আবদুল হাকিম ফাউন্ডেশনের পক্ষ থেকে মহান গ্রস্থ কোরআন শরীফ, জাযনামাজ, টুপি ও তসবিহ উপহার প্রদান করেন।
এরআগেও ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষকদের মাঝে স্প্রে মেশিন, অসহায় ও গরীব স্কুল ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস এবং কন্যাদায়গ্রস্থ পিতা-মাতাদের মেয়েদের বিবাহ-শাদীতে নগদ অর্থ প্রধান বিভিন্ন সামাজিক কর্মকা- পরিচালনা করছে ফাউন্ডেশনটি।