পীরগাছায় ইরি-বোরো মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ও তালিকা ভুক্ত মিলারদের নিকট থেকে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা খাদ্য গুদামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অমুল্য কুমার সরকার, ওসি এলএসডি মোছাঃ আকলিমা বেগম, ব্যবসায়ী মোশেরকুল আলম মিঠু, আলহাজ¦ রনজু মিয়া, মোখলেছুর রহমান জিন্নু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক মহিতুল্লাহ ও আজিজুল ইসলামের নিকট ধান ও চাল ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। চলতি মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ২শ ১৮ মেট্রিক টন ধান এবং ১২৮ জন মিলারের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ২ হাজার ৩শ ৫৬ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।