পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ মে) সকালে শহীদ আবদুল আলী স্কুল প্রাজ্ঞনে জেলা পরিষদের আয়োজনে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরন করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমীন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও দুঃস্থদের কথা চিন্তা করে বলেই পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনার এই ক্রান্তিকালে দুঃস্থ ও কর্মহীন জনগনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এ সময় তিনি আরো বলেন, করোনার এই মহামারি রুখতে আমাদের সবাইকে সচেতন ভাবে চলতে হবে। ঘরের বাইরে বের হলে সামাজিক দুরত্বের পাশাপাশি অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে জেলার ১০ উপজেলার মোট ১০ হাজার পরিবারকে চাল, ডাল, আলু, তেলসহ শাড়ী লুঙ্গি ইত্যাদি সামগ্রী বিতরন করা হয়।