মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনার মামলার মালিক চান মিয়াকে কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রবিবার (৯ মে) তাকে গ্রেপ্তার করা হয়।
স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের নিহতের মামলার আসামি চান মিয়াকে সকালে গ্রেপ্তার করা হয়।
গত ৩রা মে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোটের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষ হয়। এসময় স্পিডবোট ডুবে গিয়ে ২৬ জন যাত্রী মারা যান। এই ঘটনায় ঘাটের ইজারাদার শাহ আলম খান, বোটের মালিক চান মিয়া, রেজাউল হক ও চালক শাহ আলমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে মামলা করে নৌ-পুলিশ।