ময়মনসিংহে শিশু খাদ্যসহ পাঁচ হাজার অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে রোববার সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দরিদ্র ও শিশুদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ সময় প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্যানেল মেয়র শামীমা সুলতানা, কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, নিয়াজ মোর্শেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিবসহ সিটি কর্পোরেশেনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।